ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে জ্বীন প্রযুক্তি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বোন ম্যারোর স্টেমসেল ক্যান্সার সৃষ্টিকারী টিউমার ধ্বংস করার জন্য এক ধরনের প্রোটিন সরবরাহ করবে।
সম্প্রতি ইঁদুর এর উপর চালানো এক গবেষণায় দেখা গেছে মেসেনকাইমাল স্টেমসেল গুলো এক ধরনের প্রোটিন সরবরাহ করে যা শুধুমাত্র ক্যান্সার কোষকেই আক্রমণ করবে।
সান ডিয়াগোতে অনুষ্ঠিত আমেরিকান থোরাসিক সোসাইটি’র সম্মেলনে ড. মাইকেল লোবিঙ্গার বলেন, “আমরা এমন একটি কোষ তৈরি করেছি যেটি দেহের শুধুমাত্র ক্যান্সার কোষকেই আক্রমণ করবে এবং এন্টি-ক্যান্সার প্রোটিন সরবরাহ করবে।”
তিনি আরও বলেন, এটা নিয়ে আরও গবেষণার প্রয়োজন।
তবে আগামী দুই-তিন বছরের মধ্যেই মানবদেহের উপর এটির পরীক্ষা চালানো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Wednesday, May 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Right now doing research on stem cells. I think ur post gonna help me out.
ReplyDeletethis post was taken from reuiters
ReplyDelete