Saturday, September 05, 2009

Biography of Saifur Rahman (A prominent BNP leader)



Saifur Rahman

Saifur Rahman was born in the village of Baharmardan, Moulvibazar in 1932.

Education:


Saifur Rahman completed his graduation in BA (Hons) in 1953. Later he studied in London, England til 1958. There he obtained a fellowship in chartered accountancy from the Institute of Chartered Accounts. He became a specialist in Monetary, Fiscal and Development Economics. He was the president of the Institute of Chartered Accountants of Bangladesh. and president of Bangladesh Jatishangha Samiti.


Political Career:


Saifur Rahman was one of the participants of the language movement in 1952. That time he was the vice-president of the Dhaka University's Muslim Hall (Currently S.M. Hall). This scholar joined a political party coalition named ‘The Jatiyatabadi Ganatantrik Dal’ in 1977. which became known as the Bangladesh Nationalist Party in 1978.

When Bangladesh Nationalist Party (BNP) came into power after a general election in 1979, then he was appointed as the finance minister of the first BNP government under Ziaur Rahman and served until 1980.

Saifur Rahman prepared a record 12 budgets in Bangladesh and has been hailed for opening up Bangladesh's economy in the early 1990s and pioneering major economic reforms.

Personal Life:


Saifur Rahman has three sons and a daughter. His wife Sajre Rahman succumbed critical illness in 2006. One of the sons M. Naser Rahman was a successful contender in by-elections for his left constituency Maulvibazar-3 in 2001.
 

Death:

This experienced BNP leader came victim of a shocking road crash on September 5, 2009, in Brahmanbaria District on his way to Dhaka from his home district Maulvibazar. At 3:20PM local time on the day, he succumbed his serious wounds in the Brahmanbaria Health Complex, Brahmanbaria, forming up the shadow of shock and mourning in his home district, the party he spent his life to serve in as well as the economist's arena of the country.




Political situation in Bangladesh

The world knows that Bangladesh is a democratic country. But is it true? Is the government work for the people? Is the government think about the right of the people? The answer is 'NO'.

The condition of the country is going to worse day by day. But why?

Here the politician (so called political leader) are busy with their own development but not for the country. they are busy with business which make harm to the country. Few days ago, the police force have beaten a prominent professor Dr. Anu Muhammad. Do you know why?

Because, he speaks for the people, for the country. He speaks for our oil and gas. If this happen then how can you tell that this is a democratic government?

Why bangladesh is so lucrative to others? Its a very good source for natural resources. We know that gas and oil exsist together. So, here is a great possibility for getting oil. and if it happen then some giant company like Shell, BP, etc can make more profit. Their main goal is to make profit, they can't think for the people.

Most of our top level officer (secretary, joint-secretary, etc) and our politician often get gift from that type of companies. For this, this incident happen.

Now its time to raise our voice against the so called capitalism. So, please raise your voice and give support to them.

Friday, September 04, 2009

Some Picture for making Illusion

Before this topic, here is some topic that gave you some information. But we need refreshment. For this here is some photos for making illusion. But before seeing these picture, get ready to be illuminated. Have a nice journey.

If you like this blog then please tell them for visiting this site.







অবশেষে সমাধিতে মাইকেল জ্যাকসন

ভক্ত, বন্ধু এবং পারিবারের সদস্যদের অনেক অনেক পিছনে ফেলে চিরনিদ্রায় শায়িত হলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসনলস এঞ্জেলেসের গ্লেনডেল শহরতলির ফরেস্ট লন- তাকে সমাহিত করা হয়। মৃত্যুর ৭০ দিন পর তিনি চিরনিদ্রায় শায়িত হলেন।


প্রায় ২০০ অতিথি যোগ দেন এই শেষকৃত্য অনুষ্ঠানে। সমাধিস্থলে নেয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থ। অনুষ্ঠানে আগত অতিথিদের তালিকায় ছিলেন এলিজাবেথ টেইলর, আরেক কিংবদন্তীতুল্য গায়ক এলভিস প্রিসলির কন্যা জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা মারি প্রেসলিসহ বিখ্যাত আরও অনেকে


নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে জ্যাকসনের মা, বোন, সন্তানরাসহ অন্যান্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা ৩০ টিরও বেশি গাড়ির বহর নিয়ে সমাধিস্থলে পৌঁছানএর কিছুক্ষণ পরই সেখানে নিয়ে আসে জ্যাকসনের শবদেহ অনুষ্ঠানের শুরুতে জ্যাকসনের তিন সন্তান একটি মুকুট রাখে তাদের বাবার কফিনের ওপর এরপর বক্তব্য রাখেন জ্যাকসনের বাবা জোসেফ এবং মানবাধিকার কর্মী রেভারেন্ড অ্যাল শার্পটন


গত ২৫ জুন ৫০ বছর বয়সে কিংবদন্তিতুল্য গায়ক মাইকেল জ্যাকসন মারা যান।

চীন প্রথম সোয়াইন ফ্লু টিকা অনুমোদিত (China first permitted Swine Flu Vaccine)

দেশে তৈরি প্রথম সোয়াইন ফ্লু টিকা অনুমোদন করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় খাদ্য ও ওষুধ প্রশাসনের ওষুধ রেজিষ্ট্রেশন বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার এই প্রতিষেধকের অনুমোদনের কথা ঘোষণা করা হয়।

টিকা প্রস্তুতকারী সিনোভাক কোম্পানি দাবি করেছে, টিকার একটি ডোজ দিলেই রোগী আরোগ্য লাভ করবে।

উল্লেখ্য, চীনের আরও নয়টি কোম্পানি সোয়াইন ফ্লুর প্রতিষেধক বের করার কাজ চালিয়ে যাচ্ছে।

গত আগষ্টের মাঝামাঝি সিনোভাক তাদের এ সাফল্যের কথা ঘোষণা করে। সে সময় তারা এই টিকাকে নিরাপদ দাবি করে। চীনের রাষ্ট্রীয় খাদ্য ও ওষুধ প্রশাসনের ওষুধ রেজিস্ট্রেশন বিভাগের পরিচালক ঝাং ওয়েই ও সিনোভাক-এর টিকাকে নিরাপদ বলে ঘোষণা করেন।

মাত্র কয়েকদিন আগে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় হুঁশিয়ারি করে দিয়ে বলে, শীতকালীন ফ্লু মৌসুম শুরু হবার প্রাক্কালে লক্ষ লক্ষ ছেলেমেয়ে স্কুল শুরু করেছে। ফলে সোয়াইন ফ্লু মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

মহামারী আশঙ্কার এই সময়ে নিরাপদ টিকা অনুমোদনকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

চীনের মতো বিশাল জনসংখ্যার দেশটিতে প্রায় চার হাজার লোক এই ভাইরাসে আক্রান্ত হলেও মৃত্যুর ঘটনা ঘটেনি।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শীতের আগেই সোয়াইন ফ্লু’র টিকা বাজারে আনার উপর জোর দিয়েছে।
বর্তমানে বিশ্বের ২৮টিরও বেশি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি সোয়াইন ফ্লুর টিকা বের করার চেষ্টা করছে। যার মধ্যে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডের একটি করে এবং ব্রিটেনের দুটি নামকরা কোম্পানি রয়েছে। যদি তারা সফল হয় তবে বিশ্বে সোয়াইন ফ্লুর ৮০ শতাংশ প্রতিষেধক সরবরাহ করবে এই পাঁচ কোম্পানি।