লুকানো বরফের খোঁজে বৃহস্পতিবার (১৮.০৬.২০০৯) মনুষ্যবিহীন মহাকাশযান চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। বুধবার জ্বালানি ট্যাংকে ছিদ্রের কারণে মহাকাশযান ‘এনডেভার’-এর যাত্রা বাতিলের পর তারা এ ঘোষণা দেয়।
গত এক দশকে এটিই প্রথম চাঁদের উদ্দ্যেশে যাত্রা।
মহাকাশযান উৎক্ষেপণের জন্য আবহাওয়া অনুকূল আছে বলে জানিয়েছেন নাসার মুখপাত্র অ্যাশলি এডওয়ার্ড।
No comments:
Post a Comment