Friday, September 04, 2009

অবশেষে সমাধিতে মাইকেল জ্যাকসন

ভক্ত, বন্ধু এবং পারিবারের সদস্যদের অনেক অনেক পিছনে ফেলে চিরনিদ্রায় শায়িত হলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসনলস এঞ্জেলেসের গ্লেনডেল শহরতলির ফরেস্ট লন- তাকে সমাহিত করা হয়। মৃত্যুর ৭০ দিন পর তিনি চিরনিদ্রায় শায়িত হলেন।


প্রায় ২০০ অতিথি যোগ দেন এই শেষকৃত্য অনুষ্ঠানে। সমাধিস্থলে নেয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থ। অনুষ্ঠানে আগত অতিথিদের তালিকায় ছিলেন এলিজাবেথ টেইলর, আরেক কিংবদন্তীতুল্য গায়ক এলভিস প্রিসলির কন্যা জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা মারি প্রেসলিসহ বিখ্যাত আরও অনেকে


নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে জ্যাকসনের মা, বোন, সন্তানরাসহ অন্যান্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা ৩০ টিরও বেশি গাড়ির বহর নিয়ে সমাধিস্থলে পৌঁছানএর কিছুক্ষণ পরই সেখানে নিয়ে আসে জ্যাকসনের শবদেহ অনুষ্ঠানের শুরুতে জ্যাকসনের তিন সন্তান একটি মুকুট রাখে তাদের বাবার কফিনের ওপর এরপর বক্তব্য রাখেন জ্যাকসনের বাবা জোসেফ এবং মানবাধিকার কর্মী রেভারেন্ড অ্যাল শার্পটন


গত ২৫ জুন ৫০ বছর বয়সে কিংবদন্তিতুল্য গায়ক মাইকেল জ্যাকসন মারা যান।

No comments:

Post a Comment