Friday, September 04, 2009

চীন প্রথম সোয়াইন ফ্লু টিকা অনুমোদিত (China first permitted Swine Flu Vaccine)

দেশে তৈরি প্রথম সোয়াইন ফ্লু টিকা অনুমোদন করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় খাদ্য ও ওষুধ প্রশাসনের ওষুধ রেজিষ্ট্রেশন বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার এই প্রতিষেধকের অনুমোদনের কথা ঘোষণা করা হয়।

টিকা প্রস্তুতকারী সিনোভাক কোম্পানি দাবি করেছে, টিকার একটি ডোজ দিলেই রোগী আরোগ্য লাভ করবে।

উল্লেখ্য, চীনের আরও নয়টি কোম্পানি সোয়াইন ফ্লুর প্রতিষেধক বের করার কাজ চালিয়ে যাচ্ছে।

গত আগষ্টের মাঝামাঝি সিনোভাক তাদের এ সাফল্যের কথা ঘোষণা করে। সে সময় তারা এই টিকাকে নিরাপদ দাবি করে। চীনের রাষ্ট্রীয় খাদ্য ও ওষুধ প্রশাসনের ওষুধ রেজিস্ট্রেশন বিভাগের পরিচালক ঝাং ওয়েই ও সিনোভাক-এর টিকাকে নিরাপদ বলে ঘোষণা করেন।

মাত্র কয়েকদিন আগে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় হুঁশিয়ারি করে দিয়ে বলে, শীতকালীন ফ্লু মৌসুম শুরু হবার প্রাক্কালে লক্ষ লক্ষ ছেলেমেয়ে স্কুল শুরু করেছে। ফলে সোয়াইন ফ্লু মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

মহামারী আশঙ্কার এই সময়ে নিরাপদ টিকা অনুমোদনকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

চীনের মতো বিশাল জনসংখ্যার দেশটিতে প্রায় চার হাজার লোক এই ভাইরাসে আক্রান্ত হলেও মৃত্যুর ঘটনা ঘটেনি।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শীতের আগেই সোয়াইন ফ্লু’র টিকা বাজারে আনার উপর জোর দিয়েছে।
বর্তমানে বিশ্বের ২৮টিরও বেশি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি সোয়াইন ফ্লুর টিকা বের করার চেষ্টা করছে। যার মধ্যে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডের একটি করে এবং ব্রিটেনের দুটি নামকরা কোম্পানি রয়েছে। যদি তারা সফল হয় তবে বিশ্বে সোয়াইন ফ্লুর ৮০ শতাংশ প্রতিষেধক সরবরাহ করবে এই পাঁচ কোম্পানি।

No comments:

Post a Comment