Wednesday, September 09, 2009

সাশ্রয় করুন বিদ্যুৎ, বন্ধ করুন স্ক্রিন সেভার (Save Electricity by stopping the Screen saver)

 

মহাবিশ্বের পৃথিবী নামক গ্রহটিকে রক্ষা করতে বিশ্বজুড়ে চলছে আলোচনা জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা করতে চারিদিকে চলছে আন্দোলন। সম্প্রতি সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় হয়ে গেল বিশ্ব তৃতীয় জলবায়ু সম্মেলন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্র প্রধান, সরকার প্রধানরা যোগ দিয়েছিল এ সম্মেলনে। চলমান এ আন্দোলনের সঙ্গে ঘরে বসেই একাত্মতা প্রকাশ করতে পারেন আপনিও। তবে সেজন্য প্রয়োজন আপনার অভ্যাসে কিঞ্চিৎ পরিবর্তন। 


ভাবছেন কিভাবে? যেমন ধরুন- আপনার কম্পিউটারের স্ক্রিনসেভার বন্ধ করে সাশ্রয় করতে পারেন বিদ্যুৎ।


কম্পিউটারের পর্দায় আমরা প্রায়ই বিভিন্ন ধরনের স্ক্রিনসেভার ব্যবহার করি। এতে কিছু সময় পরে কম্পিউটার পর্দাটি হয়ে ওঠে জীবন্ত এক্যুরিয়াম বা এফ ওয়ান ট্র্যাক দেখতে ভালো লাগলেও এটি বিদ্যুৎ খরচের পরিমাণ বাড়িয়ে দিতে পারে ৫০ শতাংশ জার্মানির প্রযুক্তি সংস্থাগুলোর সংগঠন বিটকম এ তথ্য জানিয়েছে। পাশাপাশি অতিরিক্ত এই বিদ্যুৎ খরচ রোধ করতে স্ক্রিনসেভার অপশন বন্ধের পরামর্শ দিয়েছে বিটকম।

এছাড়া বিদ্যুতের খরচ কমাতে কিছু অপশন ব্যবহারের পরামর্শদিয়েছে তারা। বিশেষ করে, উইন্ডোজের পাওয়ার অপশনে গিয়ে কিছু সেটিংস-এ পরিবর্তন এনে একটি নির্দিষ্ট সময় পর কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ডবাই বা স্লিপ অপশনে নিয়ে যাওয়া যায় এর ফলে কম্পিউটার চালু অথচ অব্যবহৃত অবস্থায় থাকলে নির্দিষ্ট সময় পর তা নিজে থেকেই কমিয়ে আনবে বিদ্যুৎ খরচের পরিমাণ





আমাদের ধরণীকে রক্ষা করতে, আমাদের চারপাশের পরিবেশকে ভবিষ্যত প্রজন্মের জন্য সংরক্ষণ করতে চলুননা নিজেকে পরিবর্তন করি কিছুটা আর বাঁচিয়ে দেই বিদ্যুত খানিকটা

Save the Power, Save the Earth.

No comments:

Post a Comment